পপির পাশে দাঁড়ালেন ওমর সানী

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বেশ সমালোচনা করছেন। মূলত অভিনেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন তার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন।

এবার এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা ওমর সানী এক পোস্ট দিয়ে সাদিকা পারভিন পপির পাশে দাঁড়ালেন।

পপির এক ছবি পোস্ট করে ওমর সানী ক্যাপশনে লিখেছেন, ‘তোর প্রতি অনেক শ্রদ্ধা সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অবধি, আল্লাহ তোকে ভালো রাখুক।’

সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘মানুষের বাহিরের হাসিখুশি চেহারার মধ্যে লুকিয়ে থাকে হাজারো কষ্ট। কেউ সহজেই প্রকাশ করে আর কেউ করে না। আরেকজনের ভাষ্য, ‘পরিবারের জন্য অনেক কিছু করেছে তিনি তবে পরিবার বিশ্বাসঘাতকতা করেছে।’

প্রসঙ্গত, মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি।

Leave A Reply

Your email address will not be published.

Title