নতুন রাজনৈতিক দলের জন্য মতামত চেয়ে হাসনাত-সারজিসের পোস্ট

অনলাইন ডেস্ক: ছাত্র-তরুণদের সমন্বয়ে এ মাসেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এবার বিষয়টি নিয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে তারা উভয় লিখেছেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান, আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই।

পোস্ট আরও বলা হয়েছে, পোস্টের কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।

এছাড়াও বিষয়টি নিয়ে নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারও ফেসবুকে পোস্ট দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.

Title