রাজধানীজুড়ে র‌্যাবের টহল জোরদার, চেকপোস্ট করে চলছে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের তিন সংগঠন ও বিএনপির রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে টহল জোরদার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট করে গাড়ি তল্লাশি করছেন এই বাহিনীর সদস্যরা। বিকেল থেকে শুরু হয় এই কার্যক্রম।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, জনমনে ভীতি দূর করে স্বস্তি দিতেই বিভিন্ন সড়কে র‍্যাবের টহল জোরদার করা হয়েছে।

যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় র‍্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে র‍্যাবকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান তিনি।

র‍্যাব জানায়, র‍্যাবের টহলদল রাজধানীর মতিঝিল, পল্টন, গুলিস্তানসহ মিরপুর, গাবতলী, শাপলা চত্বর, মৎস্য ভবন, ধানমণ্ডি এলাকাসহ বিভিন্ন এলাকা মোটরসাইকেলসহ গাড়ি দিয়ে টহল দেয়।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-১ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ বলেন, সমাবেশকে কেন্দ্র করে র‍্যাব-১-এর দায়িত্বাধীন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার কর হয়েছে।

এ ছাড়া উত্তরার প্রবেশমুখগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

র‍্যাব-৩-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর প্রবেশমুখ সায়েদাবাদ এলাকাসহ বিভিন্ন এলাকায় তল্লাশির পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।

এদিকে আগামীকাল শুক্রবারের মহাসমাবেশে অংশ নিতে এরই মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিকালের পর নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

বৃহস্পতিবার বিকেলে সমাবেশের অনুমতির খবর নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে ধীরে ধীরে নয়াপল্টন এলাকা জড়ো হতে শুরু করেন তারা। বিকালের দিকে বিএনপির নেতাকর্মীরা সড়কে অবস্থান করলে পুলিশ তাদের বারবার সরিয়ে দেয়।

অন্যদিকে রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ডিএমপি কমিশনারের অনুমতির পর মঞ্চ তৈরির কাজ শুরু করেছেন তারা। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীনদের শান্তি সমাবেশ শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title