নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের বিচারকদের সম্বোধন করা শব্দ ‘মাই লর্ড’ বলতে আইনজীবীদের না করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
ওই শব্দের পরিবর্তে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ থেকে এ নির্দেশনা আসে।
ওই বেঞ্চের এক কর্মকর্তা এ সংক্রান্ত নোটিশও জারি করেছেন।
নোটিশে বলা হয়, ‘এ বেঞ্চে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের ‘মাই লর্ড’ এর স্থলে ‘ইউর অনার/স্যার সম্বোধন করার নির্দেশ দেওয়া হলো। ’