বন্দরনগরীর সড়কে প্রথমবারের মতো নামছে পর্যটক বাস

চট্টগ্রাম প্রতিনিধি: পর্যটকদের জন্য চট্টগ্রামে প্রথমবারের মত চালু হচ্ছে ‘পর্যটক বাস’। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সহযোগিতায় জেলা প্রশাসন শনিবার থেকে টাইগার পাস-ডিসি পার্ক (ফৌজদারহাট)- পতেঙ্গা রুটে দুটি ডাবল ডেকার বাস পরিচালনা করবে যার মধ্যে একটি ছাদ খোলা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ১০ জুন এ বাস সার্ভিস উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী।

জানা যায়, পর্যটন বাস দুটি নগরের টাইগারপাস হতে যাত্রা শুরু করে ফৌজদার হাট ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে এবং পুনরায় একই রুটে পতেঙ্গা সমুদ্র সৈকত হতে ডিসি পার্ক হয়ে টাইগারপাস ফিরবে। সার্ভিসটি প্রতি শুক্রবার ৩টি ট্রিপ যাতায়াত করবে। এর মধ্যে সকাল ৯টা, বিকাল ৩টা, বিকাল ৪টায় যাতায়াত করবে। প্রতি শনিবার ৪টি ট্রিপ যাতায়াত করবে। এর মধ্যে সকাল ৯টা, সকাল সাড়ে ১০টা, বিকাল ৩টা ও বিকাল ৪টায়।

রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ২টি ট্রিপ চলাচল করবে। এর মধ্যে বিকাল ৩টা ও বিকাল ৪টায় চট্টগ্রামের টাইগারপাস হতে পতেঙ্গার উদ্দেশ্য যাত্রা করবে।

অন্যদিকে, প্রতি শুক্রবার দুপুর ১২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় এবং প্রতি শনিবার দুপুর ১টা, দুপুর ২টা, সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় পতেঙ্গা থেকে ডিসি পার্ক হয়ে টাইগার পাস আসবে।

পর্যটন বাস সার্ভিসে ভ্রমণের জন্য টাইগার পাস হতে ডিসি পার্ক পর্যন্ত ভাড়া ৪০ টাকা, ডিসি পার্ক হতে পতেঙ্গা সমুদ্র সৈকত ৩০ টাকা, টাইগার পাস হতে পতেঙ্গা সমুদ্র সৈকত ৭০ টাকা। একইভাবে পতেঙ্গা হতে ডিসি পার্ক ৩০ টাকা, ডিসি পার্ক হতে টাইগারপাস ৪০ টাকা ও পতেঙ্গা সমুদ্র সৈকত হতে টাইগারপাস ৭০ টাকা টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামের পর্যটকদের জন্য একটি আধুনিক বাস সার্ভিস চালু করা হচ্ছে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাবাসীর জন্য বিশেষ উপহার। এর মাধ্যমে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে দেশের অন্যতম নান্দনিক প্রাকৃতিক সমুদ্র সৈকত পতেঙ্গা যাতায়াত করতে পারবেন।

আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ভ্রমণ প্রত্যাশীদের চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হবে এবং প্রয়োজনে ভবিষ্যতে এয়ার কনডিশনড বাস যোগ করা হবে। ভবিষ্যতে পর্যটকদের সিটি ট্যুরের জন্য হাফ ডে ও ফুল ডে ট্যুর চালু করা হবে।

তিনি বলেন, গুলিয়াখালি ও পারকি সৈকত পর্যন্ত এবং চট্টগ্রাম মহানগরে আরও কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে যেগুলোয় পর্যটকরা যেতে চান। যেমন ইউরোপিয়ান ক্লাব, ঐতিহাসিক ছয় দফার স্মৃতি বিজড়িত লালদীঘি ময়দান রয়েছে, বাটালি হিল রয়েছে যেগুলো পর্যটকরা যেতে চান। আমরা পর্যায়ক্রমে সেগুলোতেও বাস বা মাইক্রোবাস সার্ভিস চালু করব।

Leave A Reply

Your email address will not be published.

Title