এডিসের লার্ভা: ডিএনসিসির অভিযানে দুই লক্ষ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান চলমান রয়েছে। গত ২৯ মে ২০২৩ তারিখ শুরু হয়ে ০৫ জুন ২০২৩ তারিখ পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে।

মঙ্গলবার (৩০ মে)  ডিএনসিসির অঞ্চল-৩ এর আওতাধীন গুলশান-২ এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করেন। অভিযানে বাসা বাড়ি ও নির্মাণাধীন ভবনে ফাঁকা প্লট, ড্রেন ঝোঁপঝাড়ে কিউলেক্স মশকবিরোধী অভিযান ও সমন্বিতভাবে এডিসবিরোধী অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ২টি প্রতিষ্ঠানকে মোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করেন।

ডিএনসিসির আওতাধীন অন্যান্য অঞ্চলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডিএনসিসির মশক কর্মীদের পাশাপাশি বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সদস্যরাও মাঠে নেমেছে। এছাড়াও সহকারী স্বাস্থ্য কর্মকর্তাগণ ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।

এছাড়াও ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণার জন্য দশটি অঞ্চলে দশটি প্রচার টিম (ডেডিকেটেড পিআর) বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদেরকে সচেতন করেন।

উল্লেখ্য, আগামীকাল (৩১ মে) সকালে রাজধানীর এয়ারপোর্টের কাওলা এলাকায় ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলাম ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নিবেন।

Leave A Reply

Your email address will not be published.

Title