পুলিশ সপ্তাহ ২০২০-এর উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে রাজধানীতে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ ২০২০-এর উদ্বোধন করেন তিনি ।
পুলিশ সপ্তাহ ২০২০-এর উদ্বোধনকালে পুলিশ বাহিনী প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে– একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণের মন থেকে পুলিশ-ভীতি দূর করতে হবে।
তিনি বলেন, ধাপে ধাপে পুলিশের জনবল বাড়ানো হয়েছে। পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট গড়ে তোলা হয়েছে। বেতন বৃদ্ধি করা হয়েছে। পুলিশের সব সদস্যের জন্য রেশনের ব্যবস্থা করা হয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা যাতে আজীবন রেশন পায় সে ব্যবস্থাও করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এটা ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা, যে সোনার বাংলার স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’