ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে হবে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, রাষ্ট্রের সকল সুবিধা গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে হবে।

তিনি বলেন, আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচন পদ্ধতি এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রচলন করা হচ্ছে। আমাদের দেশেও ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এতে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত হবে। নির্বাচন অনেকাংশে ক্ষমতা, পেশীশক্তি আর কালোটাকার প্রভাবমুক্ত হবে।

শনিবার (১ জানুয়ারি) জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেল ৩টায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টি মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ও লিয়াকত হোসেন খোকা এমপি।

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে জি এম কাদের এমপি বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৬ সালের জানুয়ারি এই দিনে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছেন।

জাতীয় পার্টির নেতা-কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আজ সারাদেশে অসংখ্যা ভক্ত ও সমর্থক রয়েছে। আজ আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি।

তিনি বলেন, দেশে কর্মসংস্থান বাড়াতে হবে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হবে।

উপজেলাসহ সকল সরকারি হাসপাতালে আইসিইউ’র ব্যবস্থা রাখার দাবি জানিয়ে বলেন, ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস পাস চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে।

জাতীয় পার্টির মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু এমপি বলেন, আমরা আর কারো সাথে জোট করবো না, আমরা এককভাবে নির্বাচন করবো।

তিনি প্রতিটি জেলায় স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান। আলোচনা সভা শেষে জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সূত্র : বাসস

Leave A Reply

Your email address will not be published.

Title