রোড ডিভাইডার টপকে মাইক্রোবাসের ওপর উঠে গেল এনার বাস

নিজস্ব প্রতিবেদক: রোড ডিভাইডার টপকে মাইক্রোবাসের ওপর উঠে গেল এনার বাস রাজধানীর খিলক্ষেতে রোড ডিভাইডার টপকে মাইক্রোবাসের ওপর উঠে গেল এনার বাস।

ঢাকা: ঢাকার খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে পাশের লেনের চলন্ত মাইক্রোবাসের ওপর উঠে গেছে এনা পরিবহনের একটি বাস।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল মালিক বলেন, সকাল ৯টার দিকে এনা পরিবহনের একটি বাস মহাখালী বাস টার্মিনাল ছেড়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি উত্তরা থেকে আসছিল। হঠাৎ বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।

খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) সাবরিনা রহমান বলেন, এ দুর্ঘটনায় মাইক্রোবাস চালক আহত হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে বারবার খবরের শিরোনাম হচ্ছে ‘এনা পরিবহন’। অভিযোগ রয়েছে, সবচেয়ে বেশি গতিতে চলে এনার বাস। যাত্রীদের দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে দেওয়ার নামে ওভারটেকিং করে এনার বাসগুলো রীতিমতো গতির প্রতিযোগিতায় নামে।

Leave A Reply

Your email address will not be published.

Title