আফগানিস্তানে মেয়েদের স্কুলে না যেতে দেওয়ার ব্যাপারটিকে অনৈসলামিক: ইমরান খান

অনলাইন ডেস্ক: আফগানিস্তানে মেয়েদের স্কুলে না যেতে দেওয়ার ব্যাপারটিকে অনৈসলামিক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

ইমরান খান তালেবানকে সরকারে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত ও আরও বেশি মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

পাকপ্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তান যেন সন্ত্রাসীদের আবাস না হয়; যা পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি।

গত সপ্তাহে স্কুল খোলার ঘোষণা দেয় তালেবান। তবে শুধু ছেলেদের স্কুল খোলার সিদ্ধান্ত দেয় তারা এবং স্কুলে শুধু পুরুষ শিক্ষকেরাই পাঠদান করবেন বলে ঘোষণায় বলা হয়। পরে অবশ্য জানানো হয়েছে, মেয়েদের স্কুল খুলে দেওয়ার বিষয়েও কাজ চলছে।

ইমরান খান আশা প্রকাশ করেন, আফগানিস্তানে শিগগিরই হয়তো মেয়েরা স্কুলে যেতে পারবে।

সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর তালেবান যেসব বিষয়ে বিবৃতি দিয়েছে তা খুবই উৎসাহদায়ক। আমার মনে হয় তারা মেয়েদের স্কুলে যেতেও অনুমতি দেবে।

তিনি বলেন, মেয়েদের শিক্ষিত না হতে দেওয়ার যে ধারণা; তা ইসলামিক নয়। ধর্মের সঙ্গে এর কোনও বিষয় নেই।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে ক্ষমতায় ছিল তালেবান। তখনও নারী অধিকার ও শিক্ষা নিয়ে কড়াকাড়ি আরোপ করে তারা।

গত মাসের মাঝামাঝি আবারও দেশের ক্ষমতায় বসার পর আগের মতোই পরিস্থিতি তৈরি হয় কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এরই মধ্যে নারীবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে তালেবান।

Leave A Reply

Your email address will not be published.

Title