গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৬ জন নিহত

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে ঢাকাগামী যাত্রীবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ৬ জন নিহত এবং তিন শিশু আহত হয়েছে। শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী এবং একটি শিশু রয়েছে। তাৎক্ষনিকভাবে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় ছাড়া বাকী ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা হলো টাঙ্গাইল সদর উপজেলার মতিয়ার রহমানের ছেলে আল মামুন, গাংনী মেহেরপুর জেলার জাহান নবীর ছেলে জসিমউদ্দিন এবং শহিদুল ইসলামের নাম ছাড়া ঠিকানা পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন গুরুদাসপর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ তমাল হোসেন। গুরুদাসপুর উপজেলা প্রশাসন থেকে জেলার প্রত্যেক মৃত পরিবারকে ২৫ হাজার করে টাকা দেওয়ার ঘোষনা করা হয়েছে। খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ঢাকাগামী পিকআপ ট্রাকটি (ঢাকা মেট্টো-না-১৭-৮৪৩৫) বনপাড়া ও বড়াইগ্রাম থেকে যাত্রী তুলে ঢাকা অভিমুখে রওনা দেয়। পরে পিকআপটি কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পৌছালে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ নারী সহ ৫ জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা এসে আহত ৩ শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পথে এক শিশু মারা যায়। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.

Title