ঘাটাইলে শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইলে জাতির জনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুনেছা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (৮ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, দোয়া মাহফিল,কেক কাটা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ককর্মকর্তার কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইউএনও ও সহকারী কমিশনার ভুমি মোছা:ফারজানা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু,পৌর মেয়র শহীদুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী,ওসি আজহারুল ইসলাম সরকার (পিপিএম), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ,মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন,সাগরদিঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, প্রমুখসহ এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বীরমুক্তিযোদ্ধাগণ,জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্টও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।

পরে অসহায় ৭ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও ৩ জন দুঃস্থ লোকের মধ্যে নগদ দুই হাজার করে টাকা করে নিজ নিজ মোবাইল ফোনে পাঠিয়ে দেয়া হয়। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের মাহমুদ।

Leave A Reply

Your email address will not be published.

Title