অবশেষে হিউম্যান ট্রায়ালের অনুমোদন পেল বঙ্গভ্যাক্স

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে দেশী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিঃ এর করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্স অনুমোদন দিয়েছে ঔষুধ প্রশাসন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞাপ্তিতে নিশ্চিত করেছে গ্লোব বায়োটেক লিঃ।

জানা গেছে, বিএমআরসির অনুমতি পেলে খুব শিগগিরই শতাধিক মানুষের ওপর এই টিকার ট্রায়াল চালানো হবে। এ জন্য কিছু বেসরকারি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের মেডিক্যাল জার্নালে প্রকাশ করা হয় যে, গ্লোব বায়োটেকের করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’ প্রাণিদেহে কার্যকর। এরপর মানবদেহে ট্রায়ালের জন্য বিএমআরসির অনুমোদনের অপেক্ষা ছিল প্রতিষ্ঠানটি। সবশেষ প্রতিষ্ঠানটিকে শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হলো।

যুক্তরাষ্ট্রের মেডিকেল জার্নাল ‘ভ্যাকসিনে’ বলা হয়, বঙ্গভ্যাক্স হলো এমআরএনএ প্রযুক্তিতে তৈরি বিশ্বের প্রথম এক ডোজের কার্যকরী টিকা যা সার্স-কভ-২ ভাইরাসের বিরুদ্ধে সফলভাবে মানবকোষ ও প্রাণীদেহে সুরক্ষা দিয়েছে। এ গবেষণাপত্র প্রকাশের পর ফের আলোচনায় আসে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের ভ্যাকসিন। প্রতিষ্ঠানটির দাবি, এই টিকা অন্তত ৬ মাস সুরক্ষা দেবে মানবদেহে।

Leave A Reply

Your email address will not be published.

Title