সৃষ্টিকর্তা সব মানুষকে একই ভাবে তৈরি করেছে। তবে নারী আর পুরুষের মধ্যে পার্থক্য হল এটাই যে নারীদের মধ্যে আছে অসীম সহ্যশক্তি। তাইতো তারা নতুন প্রজন্মকে পৃথিবীতে আনতে পারে। নারীদের স্বভাব চরিত্র মাতৃসুলভ। এরা খুবই লক্ষীমন্ত এবং এদের মধ্যে দয়া, মায়া, মিষ্টতা সবই বিরাজমান। এদের মধ্যে আছে সহিষ্ণুতা। আর এইসব গুনের কারনেই কোন বাড়ি বা সংসার একটি নারী ছাড়া সম্পূর্ণ হতে পারে না। এদের রূপ আর গুন এই দুই হল এদের মূল গহনা। নারীদের রূপের বর্ননা আমরা সবাই করে থাকি। মেয়েদের শরীর আকর্ষনীয় করে তোলার জন্য তাদের যেমন সুন্দরী হওয়ার প্রয়োজন হয় তেমন শরীরের বিভিন্ন অঙ্গের সুনিপন গঠন তাদের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। শরীরের কিছু অঙ্গের বৃদ্ধি তাদেকে অনেক বেশি দৃষ্টিনন্দন করে তোলে।
কিন্তু আপনারা কি জানেন মেয়েদের দেহের এই পাঁচটি অঙ্গ বড় হলে কি হয়? ভাগ্যবতী হয়৷ গুনবতী হয়। আজ আমি এই প্রতিবেদনে আপনাদেরকে বলব নারীদের কোন পাঁচটি অঙ্গ বড় হলে তারা হয় খুবই ভাগ্যবান ও লক্ষীমন্ত।
লম্বা নাক- লম্বা টিকালো নাক সৌভাগ্যবতীর লক্ষণ। এসব নারীরা সকল সমস্যার সমাধান ঠাণ্ডা মাথায় করতে সক্ষম।
লম্বা চুল- যেসব মেয়েদের মাথায় লম্বা চুল রয়েছে তাদের ভাগ্যবতী বলে মনে করা হয়।
বড় চোখ- যেসব মেয়েদের চোখ বড় তারা রূপের সাথে ধন সম্পত্তির অধিকারী হয়। এরা খুব ভালো সংসারী হয় এবং স্বামীদের অত্যন্ত ভালোবাসে।
লম্বা আঙ্গুল- লম্বা আঙ্গুল সৌভাগ্যবতীর লক্ষণ বলে মনে করা হয়। এসব মেয়েরা বাজে খরচা না করে টাকা জমানোর চেষ্টা করে।
লম্বা গলা- এই ধরনের মেয়েরা হয় কাজে কর্মে নিপুণা। এই সব মেয়েরা যে বাড়িতে যায় সেখানকার পরিবেশ আনন্দময় হয়ে ওঠে।