বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন 

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে এই অক্সিজেন সরবরাহের উদ্বোধন করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি  অধ্যাপক আব্দুল কুদ্দুস। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে  আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.  আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ার্দার, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুবউল হক বাচ্চু, বিভিন্ন  চিকিৎসক ও নার্স, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ১৫ বেডের জন্য ৭২ হাজার লিটার অক্সিজেন সরবরাহের সুবিধা  নিয়ে এই সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title