তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জে কাপড় ভর্তি কভার্ডভ্যাসহ আন্তঃজেলার ৬ চোর সদস্যকে আটক করেছে উলুখোলা ফাঁড়ির পুলিশ বলে সংবাদ পাওয়া গেছে।
জানা যায়, দীর্ঘদিন যাবত কয়েকটি সংঙ্গবদ্ধ চোরচক্র গাজীপুর, কালীগঞ্জসহ বিভিন্ন এলাকায় চুরি করে আসছিল। তারা বিভিন্ন সময় কাভার্ডভ্যান, গরু-ছাগল, মটর সাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন জিনিস পত্র চুরি করে আসছিল। চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে বুধবার রাতে উলুখোলা ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে নাগরী এলাকায় অভিযান চলাকালীন ঢাকা বাইপাস সড়কের পাঞ্জরা নামক স্থানে ওই চোরচক্ররা সুমাইয়া কার্গো সার্ভিস (কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো-ট ২২-০৫৫৮) থেকে মালামাল নামানোর সময় ১২৯০ কার্টুন, ২৩ হাজার ৭ শত ৮৪ পিচ গেঞ্জিসহ হাতে-নাতে আটক করে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।
আটককৃতরা হলেন-ভোলা সদর উপজেলার চন্দ্র প্রসাদ গ্রামের মোঃ মাসুদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (২৮), একই উপজেলার রতনপুর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মনির হোসেন (২৭), বরিশাল জেলার মোলাদী উপজেলার চরলক্ষীপুর আবুল কালামের ছেলে আক্তার হোসেন আকন্দ (২৮), বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মৃত জলিলের ছেলে কবির হোসেন (৩৫), একই গ্রামের মৃত আজগর আলীর ছেলে শামীম মিয়া (৩৪), বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীপুর গ্রামের হান্নান মিয়ার ছেলে রুবেল (২৩)।
এ বিষয়ে উলুখোলার ফাঁড়ির ইনচার্জ এস.আই. রেজউল করিম বলেন- প্রতিদিনের ন্যায় বুধবার রাতে ফাঁরির পুলিশ নাগরী ইউনিয়নের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছিল। এমতাবস্থায় বুধবার দিবাগত রাত আনুমানিক ৪ টাকার দিকে ঢাকা বাইপাস সড়কের নাগরী ইউনিয়নের পাঞ্জরা নামক স্থানে কাভার্ড ভ্যানের লক খুলে বিদেশে রপ্তানীকৃত গার্মেন্সের বিভিন্ন প্রকারের কাপড় নামানো অবস্থায় তাদেরকে আটক করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।