চলতি মৌসুমে সর্বোচ্চ ৪০ টাকা দরে চাল কিনবে সরকার

সরকার চলতি বোরো মৌসুমে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল (আতপ ও সিদ্ধ) কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনা হবে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সোমবার এক অনলাইন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। খাদ্যমন্ত্রী বলেন, বোরো ধান আগামী ২৮ এপ্রিল ২০২১ থেকে এবং চাল ৭ মে থেকে সংগ্রহ শুরু হবে। উভয় সংগ্রহ শেষ হবে আগস্ট মাসের ৩১ তারিখ।

Leave A Reply

Your email address will not be published.

Title