কেরানীগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রাইম টিভি বাংলা(অনলাইন)ঃ রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।সোমবার সকাল থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর ও বাঘৈর রাজহালট এলাকায় মোট ৮টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসকল ইটভাটার মধ্যে পাঁচটি ইটভাটায় হাইকোর্টে রিট থাকায় ছেড়ে দেওয়া হয়। বাকী তিনটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অপরাধে আর্থিক জরিমানা ও ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাকসুদুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান খান,পরিদর্শক মাহমুদা খাতুন ও ঢাকা জেলার সহকারী পরিচালক শরীফুল ইসলাম।

এসময় অভিযানকারী দলের সাথে ছিল ফায়ার সার্ভিসের একটি ইউনিট, র‌্যাব-১০ এর একটি টিম ও দক্ষিণ বেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল।

কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর এলাকায় মেসার্স ইমরান ব্রিকস ও নাজির ব্রিকস এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ।এদু’টি ইটভাটার মালিক তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া।পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের নাবায়ন না থাকায় এবং ইটভাটাগুলোর এক কিলোমিটারের মধ্যে বসতবাড়ি-স্কুল কলেজ থাকার অপরাধে দুটি ইটভাটাকে নগদ পাঁচ লক্ষ টাকা করে জরিমানা করা হয় পাশাপাশি ব্রিকস ফিল্ড যাতে চালু না করতে পারে সে জন্য ইটভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালত একইস্থানে আরো পাঁচটি ইটভাটায় অভিযান পরিচালনা করলে সেখানে মালিক পক্ষ থেকে হাইকোর্টের রিট আবেদন দেখালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাকসুদুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের মেয়াদ না থাকা এবং ইটভাটার এক কিলোমিটারের মধ্যে বসত বাড়ি, স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান থাকার অপরাধে আমরা তিনটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে জরিমানা এবং পরবর্তিতে যেনো ইটভাটাগুলো চালু করতে না পারে সে জন্য গুড়িয়ে দেওয়া হয়েছে। ইটভাটাগুলোর প্রতি আমাদের নজরদারী থাকবে। যদি কেউ এই আদেশ অমান্য করে ইটভাটা চালু করে তাহলে পরবর্তিতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title