মৌলভীবাজারের লাউয়াছড়ায় আগুন !! গাছ পালার ব্যাপক ক্ষয় ক্ষতি

আবুল কাশেম রুমন,সিলেট: মৌলভীবাজারে লাউয়াছড়ায় আগুন লাগার খবর পাওয়া গেছে।  শনিবার দুপুর ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হীড বাংলাদেশ’-এর কার্যালয়ের  পেছনের (বাঘমারা বন ক্যাম্পে) বনে এ আগুন লাগে। দুপুর ৩টা পর্যন্ত আগুন জ্বলছিল। এতে বন এলাকার  ছোট-বড় গুল্ম ও গাছ পুড়ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। গুরুত্বপূর্ণ এই বনে ঘণ্টাধিক ধরে আগুন জ্বললেও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন বনবিভাগের কিছু শ্রমিক। কিন্তু দুপুর ১টার দিকেসেখানে হঠাৎ আগুন জ্বলে উঠে। পরে খবর  পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের  লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে বনের ভেতরে রাস্তা না থাকায় ভেতরে ঢুকতে পারছে না। একই সাথে পানির স্বল্পতাও রয়েছে।
লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা তদন্ত করে দেখছি কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসেছে।

Leave A Reply

Your email address will not be published.

Title