মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি :নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভিবিন্ন জায়গায় লকডাউনের সুযোগের ব্যবহার করে ড্রেজার মেশিন দিয়ে চলছে মহোৎসব যা দেখার কেউ নাই।এ এক কঠিন দুঃসময়ে ভালো থাকবেন কি করে? করোনা লকডাউনের সুযোগ কে কাজে লাগিয়ে রণচণ্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বদিজল গ্রামের সার্বজনীন হরিসভার মাঠ ভরাটের নাম করে মোটা অংকের টাকার চুক্তি করে ড্রেজার মেশিনের মালিক আহাদ আলী নামের এক প্রভাবশালী মদদে বালু উওোলন করছে। তিনি আরো জানান আরো এক সপ্তাহ বালু উওোলন করবেন।
এ ব্যাপারে হরিসভার সভাপতি তপন কুমার রায় কে পাওয়া যায়নি। আহাদ আলীর এক টানা বালু উওোলনের ফলে ফসলি জমিগুলো ক্ষতির সম্মুখীন। বালু উওোলনে আহাদ আলী কে নিষেধ করলে কোনো কর্ণপাত করেনি। ৮নং মেম্বার সুরেশ চন্দ্র রায় এ প্রতিবেদক কে জানান,একরামুলের ছেলে নুর আমিন ও একরামুলের মোবাইলে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।