সিলেটে আগামী রোববার থেকে দোকান পাট খোলার ঘোষণা ব্যবসায়ীদের

সিলেট: করোনা পরিস্থিতিতে গত ১ বছরে দেয়ালে পিট লেগে গেছে। আর লকডাউন বাড়ালে তা মানা হবে না। ১১ এপ্রিল থেকে সিলেটে সকল ব্যবসায়ীরা দোকানপাট ও বিপনী বিতান গুলো খোলার ঘোষণা দিয়েছেন। বুধবার (৭ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেটে বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা এ ঘোষণা দেন।  এসময় ব্যবসায়ীরা সরকারের কাছে দাবী জানান,এক সপ্তাহের বেশি লকডাউনের মেয়াদ না বাড়ানোর জন্য।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল রহমান জানান, আমারা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছি। সামনে রমজান ও ঈদের বাজার আমাদের গত বছরের ক্ষতি পুষিয়ে না তুললে আমাদের রাস্তায় বসা ছাড়া আর কোন পথ নেই। বিধায় আগামী (১০এপ্রিল) শনিবার সকাল ১১ টায় আমরা কোর্ট পয়েন্টে মানববন্ধন করব এবং রোববার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হবে বলে জানান। 

Leave A Reply

Your email address will not be published.

Title