বরগুনায় অগ্নিকান্ডে ১৩ টি দোকান ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরো একটি দোকান। বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে বরগুনার হাসপাতাল রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা
প্রত্যক্ষদর্শীরা জানান, এটি লন্ড্রী থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই তা ছড়িয়ে যায় আসে পাশের দোকানে। এতে এক এক করে পুড়ে যায় একটি কাঠের দোকানসহ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রির ১২টি দোকান। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্মীরা।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের বরগুনা স্টেশনের উপ-পরিচালক মোঃ মামুন বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ১৩ টি দোকান ভস্মীভূত হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় আরো একটি দোকান।
রাসেল হাওলাদার,
বরগুনা প্রতিনিধি