মুক্তিযুদ্ধ আজীবন সুখী ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা যোগাবে:জি এম কাদের
নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, মুক্তিযুদ্ধ আজীবন সুখী ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা যোগাবে।
তিনি জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন উল্লেখ করে তিনি বলে, বঙ্গবন্ধু সারা জীবন বাঙালির অধিকার, স্বাধিকার, স্বাধীনতা ও আর্থ-সামাজিক উন্নয়নে নিবেদিত ছিলেন।