বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৫টি নতুন জাহাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গণভবন থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৫টি নতুন জাহাজের উদ্বোধন করেন তিনি।
‘আমাদের শিপিং করপোরেশন- যেটা প্রায় পঙ্গু অবস্থায় ছিল। সেটাতে আমরা নতুনভাবে প্রাণ সঞ্চার করার জন্য নতুন নতুন শিপ তৈরি করে দিচ্ছি। আমরা সব সময় এটাই চাই যে, আমাদের এই সেক্টরটা যেন আরো শক্তিশালী হয়। কারণ বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশে নৌপথটা আমাদের সচল রাখতে হবে।
এসময তিনি বলেন, ‘আমাদের শিপিং করপোরেশন- যেটা প্রায় পঙ্গু অবস্থায় ছিল। সেটাতে আমরা নতুনভাবে প্রাণ সঞ্চার করার জন্য নতুন নতুন শিপ তৈরি করে দিচ্ছি। আমরা সব সময় এটাই চাই যে, আমাদের এই সেক্টরটা যেন আরো শক্তিশালী হয়। কারণ বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশে নৌপথটা আমাদের সচল রাখতে হবে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৫টি জাহাজ হল- ‘এমভি বাংলার সমৃদ্ধি’, ‘এমভি বাংলার অর্জন’, ‘এমটি বাংলার অগ্রযাত্রা’, ‘এমটি বাংলার অগ্রদূত’এবং ‘এমটি বাংলার অগ্রগতি’ উদ্বোধন করেন।