রিয়াদে অনুষ্ঠিত এনআরবি প্রোগ্রামে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের রেমিট্যান্স যোদ্ধা নাটক মঞ্চস্থ

সৌদি আরব প্রতিনিধি : রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সৌদি আরব রিয়াদে বসবাসরত নন রেসিডেন্সিয়াল বাংলাদেশ এনআরবি এর উদ্যোগে দূতাবাস চত্বরে মিলনমেলার আয়োজন করা হয়েছে।

এই মেলায় প্রবাসী উদ্যোগক্তাদের সাথে বাংলাদেশ থেকে আগত বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগন সরকারের উন্নয়নের নানান দিক তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন – বাংলাদেশ আগত অর্থ সচিব আবদুর রব তালুকদার, প্রবাসী কল্যান সচিব সেলিম রেজা,প্রবাসী কিল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ সারোয়ার আলম প্রমুখ। মেলায় আগত সকলকে ধন্যবাদ জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত গোলাম মসী। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর মোঃ আবুল হাসান।

কবি শাহজান চঞ্চলের সঞ্চালনায় এ সময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে রাশেদ আল কারিম সজিবের রচনায় রেমিট্যান্স যোদ্ধা নাটকটি রিয়াদ বাংলাদেশ থিয়েটার মঞ্চায়ন করে। নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকীর নির্দেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন – হৃদয়, টিটু, জামান, নাজিম, পলাশ, সিরাজ, নাঈম, মামিতা, সুমাইয়া, রাহিল, রোনক। মিউজিকে মঞ্জুর আল ইসলাম। লাইট – মোহাম্মদ মানিক, সালাউদ্দিন। রেমিট্যান্স যোদ্ধা নাটকটি মঞ্চস্থ হওয়ার পরে মঞ্চে এসে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত গোলাম মসীহ ও তার সহধর্মিণী সৈয়দা গুলে আরজু নাটকের অভিনয় শিল্পী সহ রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Leave A Reply

Your email address will not be published.

Title