প্রাইম টিভি বাংলা ( অনলাইন ) : মাদকসেবী শুধু পরিবার, সমাজের বোঝা নয়, দেশের জন্যও বোঝা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক আইজিপি জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, যেভাবে সন্ত্রাস জঙ্গীবাদ রুখে দিয়েছি ঠিক তেমনি মাদকের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে পুলিম। মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে এবং সামাজিক সমস্যা ও স্যোসাল ক্রাইম দূর করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে পুলিশের ৮টি উন্নয়ন প্রকল্পসহ পঞ্চবটী এলাকায় কমিউনিটি ব্যাংক পঞ্চবটি শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, দ্রুত সমস্যা সমাধানে জন্য জরুরি সেবা নাম্বার ৯৯৯ চালু হয়েছে। এই সেবা ফলে অনেকগুলো অপরাধ হবার আগেই তা উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। বর্তমানে ১০০টি ডেস্ক রয়েছে যেটি ৫শ’টি সেন্টারে উন্নিত করার চেষ্টা চলছে। ৯৯৯ এর মাধ্যমে কয়েক কোটি কল রিসিভ করা হচ্ছে, দৈনিক ৫৮ লক্ষ লোকজনকে সহযোগিতা করা হচ্ছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি ড. মইনুর রহমান, ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান, জেলা প্রশাসক জসিমউদ্দিন, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মোহাম্মদ আলী, পরিচালক প্রবীর কুমার সাহা প্রমুখ।