শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর থেকে ঢাকার উদ্দেশ্যে দুরপাল্লার বাস বন্ধের মূল রহস্য উৎঘাটন করে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর জেলা বাস/মিনিবাস মালিক সমিতি । আজ বেলা ১১টার সময় শেরপুর বাস মালিক সমিতির কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সাক্ষরিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সানোয়ার হোসেন ছানু । এ সময় তিনি বলেন আমরা কখনও বাস বন্ধ করেনি আলহাজ্ব ছামিউল হকের শাহ ফকির এক্সপ্রেস নামের বাসটির ঢাকার মহাখালি পারমিড রয়েছে কিন্তু তিনি ঝিনাইগাতী থেকে ঢাকার আশুলিয়ায় চলাচল করে থাকে । কোন রোড পারমিড না থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে সমিতির সিদ্ধান্ত মোতাবেক । তারা ২/৩জন মিলে বাস বন্ধ করে দিয়েছে । আজ থেকে উপজেলার আহাম্মদ নগর থেকে সকল বাস চলাচল করবে বলে সংবাদ সম্মেলনে জানান । অপর দিকে ঝিনাইগাতী বাস শ্রমিকরা বাস চালুর দাবিতে গতকাল বেলা ১১টার সময় জিরো পয়েন্টে এক মানববন্ধন করেছে। মানব বন্ধনে ঝিনাইগাতী থেকে বাস চালু করার দাবি জানিয়েছেন । সামিউল হক ফকির জানান শেরপুর জেলা মালিক সমিতি বাস বন্ধ করেছে বলে দাবি করেন ।
গোলাম রব্বানী-টিটু
ঝিনাইগাতী-শেরপুর সংবাদদাতা