উন্মোচিত হলো “মুজিব দর্শন”ভাস্কর্য্য

সিরাজগঞ্জের যমুনার হার্ড পয়েন্টে ৭মার্চ উন্মোচিত হলো “মুজিব দর্শন” ভাস্কর্য্য। বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা আর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের আদলে গড়ে তোলা হয়েছে এই ভাস্কর্য্য। পানি সম্পদ মন্ত্রনালয়ের তত্বাবধানে পানি উন্নয়ন বোর্ড এটি বাস্তবায়ন করেছে। প্রতিদিনই যমুনার পাড়ে ঘুরতে আসা দর্শনার্থীরা এই নতুন ভাস্কর্য্যের সৌন্দর্য্য দেখছেন আর বইটি সম্পর্কে জানার আগ্রহও প্রকাশ করছেন। এমন একটি ভাস্কর্য্য সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে হওয়াতে অনেক খুশী সিরাজগঞ্জের মানুষ। আর পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জানান, বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ, মানবিকতা সকল বিষয় আগামী প্রজন্মকে জানাতেই এই আয়োজন।
সিরাজগঞ্জের যমুনা নদীর হার্ড পয়েন্ট এমনিতেই অনেক সুন্দর এলাকা। পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে হার্ড পয়েন্টের নিরাপত্তা দেয়াল জুড়ে বঙ্গবন্ধুর ফটো গ্যালারী তৈরী হয়েছে অনেক আগেই। আর এখন যোগ হয়েছে “মুজিব দর্শণ” নামের ভাস্কর্য্য। বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা আর অসমাপ্ত আত্মজীবনী বই দুটি ইতিহাস। আর অজানা ইতিহাস জানার আগ্রহ তৈরী করতেই “মুজিব দর্শণ” ভাস্কর্য্য।

যমুনা নদীর পাড়ে আসা দর্শণার্থীরা জানান, বঙ্গবন্ধ‚ মানেই বাংলাদেশ। আর বাংলাদেশের ইতিহাসের নায়কের দুটি বই নিয়ে ভাস্কর্য্য সিরাজগঞ্জে তৈরী হওয়ায় তারা আনন্দিত, গর্বিত। পরবর্তি প্রজন্ম এখান থেকেই জানতে পারবে বাংলাদেশের সঠিক ইতিহাস। বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুর বই দুটো পড়ার জন্যও আহবান জানান তারা।

পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব বই দুটি উচ্চ পর্যায়ের ক্লাশের পাঠ্য পুস্তকে অর্ন্তভ‚ক্ত করার আহবান রেখে তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের এই বই দুটি পড়া উচিৎ। মুজিব বর্ষে পানি সম্পদ মন্ত্রনালয়ের বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ এই মুজিব দর্শণ ভাস্কর্য্য

প্রধান অতিথি হিসেবে ভাস্কর্য্যটি উন্মোচন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,বিশেষ অতিথি পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

ভাস্কর্য্যটি উদ্ধোধন শেষে মুজিব দর্শন শীর্ষক ভাস্কর্য্য শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,বিশেষ অতিথি পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম,সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.কে.এম.হোসেন আলী হাসান সহ প্রমুখ।

শামীম শাহরীয়ার (রাফি)
সিরাজগঞ্জ প্রতিনিধি

Leave A Reply

Your email address will not be published.

Title