সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা ব্যাংকের উদ্যোগে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে বিনামুল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিনামুল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস, সাধারন সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
শুক্রবার সকালে কাজিপুর আর ডি উচ্চ বিদ্যালয় মাঠে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়াম্যান আলহাজ্ব নুর মোহাম্মাদের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার এ .কে. এম. মুশাররফ হুসাইন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, উপ-ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান সিরাজি প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে প্রায় ২৬৭১জন রোগীর চিকিৎসা এবং ২৬৯জন চোখের রোগীকে বিনামুল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়।
শামীম শাহরীয়ার (রাফি)
সিরাজগঞ্জ প্রতিনিধি