শ্রম আপীল ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোঃ আব্দুল হাই মারা গেছেন

বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রাক্তন আইন সচিব এবং বাংলাদেশ শ্রম আপীল ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোঃ আব্দুল হাই আজ ২০ ফেব্রুয়ারি সকাল ৮.৩০ টায় বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি মোঃ আব্দুল হাই এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বিচারপতি মোঃ আব্দুল হাই এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে জানান, ‘মরহুমের জানাজা বাদ আসর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।’

বিচারপতি মোঃ আব্দুল হাই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের জজবাড়ীতে জন্ম গ্রহন করেন। বিচারপতি মোঃ আব্দুল হাই ১৯৮৬ হতে ১৯৯৪ সাল পর্যন্ত তিন জেলার জেলা ও দায়রা জজ ছিলেন। ২০০০-২০০১ সালে আইন সচিবের দায়িত্ব পালন করেন।

Leave A Reply

Your email address will not be published.

Title