তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আন্দোলন-সংগ্রামের ইতিহাস ‘স্বাধীনতা স্তম্ভের’ উদ্বোধন করেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি ও জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
বুধবার বিকেলে নতুন প্রজন্মকে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ইতিহাসকে জানানোর লক্ষ্যে এবং শহীদের স্মৃতি বিজরিত ইতিহাসকে স্মরণীয় রাখতে কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখে সাত স্তম্ভ বিশিষ্ট স্বাধীনতা স্তম্ভ ফিতা কেটে দোয়ার মাধ্যমে উদ্বোধন করেন।
ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা অর্জনের ইতিহাসগুলো উপজেলার সর্বস্তরের জনসাধারণ যাতে জানতে পারেন সেই লক্ষ্যে ইউএনও মো.শিবলী সাদিক স্বাধীনতা স্তম্ভটি নির্মাণ করেন। স্বাধীন দেশ পাওয়ার আগে যেই সব আন্দোলন-সংগ্রাম বাঙালি জাতির করতে হয়েছে। সেই সব আন্দোলনের ইতিহাস সংবলিত তথ্য সাতটি স্তম্ভ বিশিষ্ট স্বাধীনতা স্তম্ভে স্থান পেয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪-এ যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের গণতন্ত্র আন্দোলন, ১৯৬২’র শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ অভ্যুান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ইতিহাস সংবলিত সাতটি স্তম্ভের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এই সময়ে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাড. মাকসুদ-উল আলম খান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু প্রমুখ।
অপরদিকে, কালীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে রির্টানিং অফিসারের আয়োজনে বুধবার দুপুরে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আইন শৃংখলা ও আচরনবিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার কাজী মো: ইস্তাফিজুল হক আকন্দের সভাপতিত্বে ও কালীগঞ্জ নির্বাচন অফিসার ফারিজা নুরের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অথিতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন- গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম জহিরুল ইসলাম, ৬৩ বিজিবি ব্যাটালিয়ন গাজীপুরের উপ-অধিনায়ক মেজর ইমরান, র্যাব-১ গাজীপুরের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: শিবলী সাদিক, কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক।