বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আওয়ামী মৎস্যজীবী লীগের কর্মীসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলার শাজাহানপুর উপজেলা শাখা আয়োজিত কর্মীসভায় এহেন বিশৃঙ্খলা ঘটে।
৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় জেলার শেরপুর স্থানীয় বাসস্ট্যন্ডস্থ দলীয় মৎস্যজীবি লীগের কার্যালয়ের সম্মূখে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানবন্ধনে কর্মসূচীতে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক রাজু খন্দকার, সদস্য সচিব জনাব মোত্তালিব সরকার, যুগ্ম আহ্বায়ক তৌহিদ রহমান। অন্যান্যদের মধ্যে মোঃ হাসান, মোঃ বাচ্চু সরকার, মোঃ ফারুক মোঃ সাইফুল্লাহ, মোঃ হারুন আর রশিদ, মোঃ ওয়াছি কামাল টুটুল, মোঃ মাহামুদুল হাসান(মিশু), শহর যুবলীগ নেতা সৈয়দ রায়হান হোসেন(রাফি), মোঃ এরশাদ(রানা), সেলিম হোসেন, বাচ্চু সরকার, আব্দুল হাইসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ৮ ফেব্রুয়ারি জেলার শাজাহানপুর উপজেলা মৎস্যজীবী লীগের কর্মী সভায়, সংগঠন বহির্ভূত বিতর্কিত বগুড়া জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিবঃ কামরুজ্জামান মানিক, যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ,পবন সরকারদের নেতৃত্বে দলবল সহ সন্ত্রাসী কাদায় হামলা চালায়। এ ঘটনায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,মাদার অফ হিউম্যানিটি বিশ্ব নেত্রী দেশরত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ছবিসহ কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের মাননীয় সভাপতি, সাধারণ সম্পাদক, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবূল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন মহোদয়ের ছবি সম্বলিত ব্যানার অসম্মান জনক ভাবে টেনেহিঁচড়ে ছিরে ফেলার সঙ্গে জড়িত চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে শেরপুর উপজেলা মৎস্যজীবী লীগ এহেন মানববন্ধন কর্মসূচি পালন করে।