বগুড়ায় নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ শুরু

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ও বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধিমূলক ৩দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
৮ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা(জাইকা)র উদ্যোগে বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সদ্যবিদায়ী মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার পুটি, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ সাইফুল বারী ডাবলু, উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক সরকার, অধ্যক্ষ আল মাহমুদ কমল, ইউপি চেয়ারম্যান গৌর দাস রায় চৌধুরী, জাকির হোসেন, শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, স্থানীয় সরকার বিভাগের ইউডিএফ ফারজানা খাতুন, শিক্ষক আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

Title