বগুড়ায় বিষ মাখানো মিষ্টি খাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি:বগুড়ার ধুনটে বিষ মাখানো মিষ্টি খাইয়ে আনার কলি (৩৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত প্রায় ৩টায় আনারকলির মৃত্যু হয়। নিহত আনার কলি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী। নিহত স্ত্রীর বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা এনে না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামী ও সতীনের বিরুদ্ধে।
৮ ফেব্রæয়ারি সোমবার দুপুর ১২টায় মৃত আনারকলির মরদেহ দাফনের প্রস্তুতিকালে স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০১৮ সালের মে মাসের দিকে উপজেলার ঈশ্বরঘাট গ্রামের মৃত আমজাদ হোসেনের মেয়ে আনার কলিকে বিয়ে করেন একই গ্রামের অটোভ্যান চালক মোজাম্মেল হক। তবে মোজাম্মেল হকের আগের পক্ষের স্ত্রী ও সন্তান রয়েছে। বিয়ের পর দ্বিতীয় স্ত্রী আনার কলিকে বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা এনে দেওয়ার চাপ দেয় মোজাম্মেল। ৬ ফেব্রæয়ারি শনিবার দুপুরে মোজাম্মেল হক ও তার প্রথম স্ত্রী নিজ বাড়িতে মিষ্টির সাথে বিষ মিশিয়ে কৌশলে আনার কলিকে হত্যা করে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। আনার কলির ভাই আব্দুস ছোবাহান পুলিশকে এ ঘটনা জানায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত মোজাম্মেল হক বলেন, আমার স্ত্রী মিষ্টি খেয়ে ডায়েরিয়া রোগে আক্রান্ত হয়। এক পর্যায়ে অচেতন হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ মিথ্যা।
এ ঘটনায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল জাব্বার বলেন, আনারকলির স্বামীর বর্ণনা অনুযায়ী ডায়েরিয়া রোগের চিকিৎসা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আনার কলির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title