রাজধানীর উত্তরার আলোচিত মাদক ব্যবসায়ী সেলিম মোল্লা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার আলোচিত মাদক ব্যবসায়ী সেলিম মোল্লাকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার চৌকস অফিসার এসআই শাহীন বলেন,তুরাগের পাকুরিয়া নামক স্থান থেকে ৯৩পিস ইয়াবাসহ সেলিম মোল্লাকে আটক করা হয়।।

সেলিমের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে হওয়ায় রাজনৈতিক পরিচয়ে ক্ষমতাসীনদের নাম ব্যবহার করে সেলিম মোল্লা এরকম অপকর্ম করে বেড়াচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। দীর্ঘদিন ধরে অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে সেলিম মোল্লার নামে নানান ভয়ঙ্কর তথ্য ও উপাত্ত। সেলিম মোল্লা উত্তরাবাসীর কাছে এখন একটি ভীতির নাম।

মাদক ব্যবসা, নারী কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ ও ধারের নামে টাকা নিয়ে অভিনব প্রতারণা করা সেলিম মোল্লাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছিল। কিন্তু তারপরও বীরদর্পে ঘুরে বেড়ানো এই ত্রাসকে গ্রেফতারের খবরে স্বস্তি ফিরে এসেছে সাধারণের মাঝে। খবরে প্রকাশ, তুরাগের নলভোগ এলাকায় বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয়দের টার্গেট করে টাকা ধার নেয়া বা জমিজমা ক্রয় সূত্রে বন্ধুত্ব স্হাপন করে তারপর টাকা ধার নেয়া, এক পর্যায়ে পাওনাদাররা টাকা ফেরত চাইলে তালবাহানা, অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি ধামকির অভিযোগ মাদকব্যবসায়ী মোঃ সেলিম মোল্লা (৩৮)। তার পিতার নাম শফি উদ্দিন মোল্লা।

Leave A Reply

Your email address will not be published.

Title