রাজশাহীতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

(রাজশাহী)প্রতিনিধিঃ   রাজশাহী বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হাতিয়া বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
২৩ শে জানুয়ারী শনিবার বিকাল ৩ ঘটিকার সময় বাগমারার চন্ডিপুর গ্রামের হাতিয়া বিলে হাজার দর্শকের ভিড়ের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী আজকের খেলাটি সুশৃংখলভাবে অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, প্রতিবছরের এই সময়ে ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে এমন আয়োজন উপভোগ করেন এলাকাবাসী।ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় দেখার জন্য ভিড় জমান দর্শনার্থীরা। দিনভর এমন আয়োজন ঘিরে চলে আনন্দ উৎসব। ঘোড়ার পিঠে পিঠে চাবুক হাতে নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন ঘোড়সোওয়ারা। অংশগ্রহনকারী সবার জন্যই থাকে বিশেষ পুরষ্কার। ঘোড়াদৌড় উপলক্ষে মাঠে পসড়া সাজিয়ে বসেন দোকানিরা।
ঘোড়াদৌড় প্রতিযোগিতা কমিটির সভাপতি মোঃ ময়েজ উদ্দিন প্রামানিক, জানান ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা প্রতিবছরের ন্যায় এবারে দুইদিন ব্যাপি আয়োজনের সুব্যাবস্হা করা হয়েছে। এলাকাবাসীর এ খেলা পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতা পেলে আগামীকাল রবিবার দর্শনার্থীদের মনের আশা প্রত্যাশা পুরন করা সম্ভব হবে।
এই সময় উপস্হিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক         অধ্যক্ষ গোলাম সারোওয়ার আবুল,  নরদাশ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক   মো:গোলাম মোস্তাফিজুর রহমান মুকুল,  নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল মতিন,অধ্যক্ষ মো: গোলাম সফি কামাল বাবুল, নরদাশ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃজাফর আলী,  নরদাশ ইউনিয়ন আওয়ামীলীগ,সহ সভাপতি  মো: আব্দুল মান্নান ভুট্টু,প্রভাষক মো: আব্দুর রাজ্জাক,প্রভাষক মো: গোলাম মোস্তাফিজুর রহমান বকুল, আরো উপস্হিত ছিলেন,খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন   মোঃ  নূরল ইসলাম ,রফিক,মন্জুর, উৎপল সিরাজুল প্রমুখ। উক্ত খেলাটি সর্ম্পন্ন ধারা বিবরণীতে ছিলেন,বাগমারা উপজেলার স্বনামধন্য ত্রুীড়া ধারাভাষ্যকার ও পানিয়া নরদাশ ডিগ্রি কলেজের  প্রভাষক মো: আব্দুস সালাম

Leave A Reply

Your email address will not be published.

Title