সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা মুজিববর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না । আশ্রয়ণ-২ প্রকল্প প্রধান মন্ত্রীর কার্যালয়ের অধিনে সে লক্ষ্যে সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে মুজিববর্ষ উপলক্ষে ভুমি ও গৃহহীনদের মধ্যে ১৪৮ জন পেল প্রধানমন্ত্রীর ভ‚মি ও ঘর উপহার।
২৩ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন পরবর্তী মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে জমির দলিল ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জমির দলিল হস্তান্তর করেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (আটিসি ও শিক্ষা) মোঃ সাইফুল কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রপ্ত) মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার, সহকারী কমিশনার (ভুমি) তানিয়া তাবাসসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা আক্তার মিনা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব, বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম, জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, ১১টি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এবং উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগন।
উপজেলার ১ টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৪৮টি ঘর নির্মান করা হয়েছে। প্রতিটি ঘর নির্মানে ব্যয় করা হয়েছে ১লক্ষ ৭১ হাজার টাকা।