পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বণিক সমিতির বিরুদ্ধে টাকার বিনিময়ে দোকান খোলার অভিযোগ উঠেছে। এ নিয়ে দোকানদার ও বণিক সমিতির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বুধবার সকালে উপাজেলার বৃহত্তর বানেশ্বর হাটে এঘটনাটি ঘটে।
বানেশ্বর বাজারের একাধিক দোনদারের অভিযোগ, দেশের করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে উপজেলার অন্যান্য হাটবাজারের ন্যায় বানেশ্বর বাজারের সকল দোকান লকডাউনের কারণে বন্ধ রাখা হয়। সম্প্রতি লকডাউনের সুযোগে বানেশ্বর বাণিক সমিতির লোকজন মোটা অংকের অর্থে বিনিময় ও তাদের নিজস্ব লোকজনকে দোকান খুলতে সহায়তা করছে। দোকান খোলার সুযোগ সবাইকে না দিয়ে বণিক সমিতির লোকজন স্বজনপ্রতি করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক দোকানদারেরা জানান, বণিক সমিতির লোকজনের চাহিদা মোতবেক টাকা দিলে দোকান খোলার সুযোগ পাওয়া যায় নইলে তারা দোকানে তালা লাগিয়ে দেয়।
এবিষয়ে বানেশ্বর বণিক সমিতির সভাপতি ওসমানগণি তাদের লোকজনের টাকা নেওয়ার কাথা অস্বিকার করে বলেন, আমরা বাজারের দোকান বন্ধ রাখার জন্য কমিটি করে দিয়েছি। তারা দোকা বন্ধ রাখার বিষয়টি দেখছেন। তবে আমাদের জানার বাহিরে কেউ দোকান খোলার রাখতে পারে। দোকান খোলার বিষয়টি আমাদের লোকজন দেখতে পেলে তাদের দোকান বন্ধ করে নিচ্ছে।