কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো নওগাঁ জেলা ছাত্রলীগ

নওগাঁ সংবাদদাতা : ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে যখন ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে, ঠিক তখনই নওগাঁর কৃষকের পার্শে নওগাঁ জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের ৫০জন নেতা-কর্মী। আজ শুক্রবার সকাল ৬ টায় সদর উপজেলার শৌলগাছি ইউনিয়নে, চকচাপা বিলে তাঁরা ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেন।
ধান কাটা কার্যক্রমে নওগাঁ জেলা ছাত্র লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তুহিন মোল্লার নেতৃত্বে, জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফসিন হোসেন তন্ময়, উপ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ হামিম হাসান, উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ রাকিব হাসান রতন, সহ সম্পাদক মোঃ মাহবুব আলম, সহ সম্পাদক মোঃ শাহ্ জালাল সোহান, নওগাঁ  বোয়ালিয়া ইউনিয়ন ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান জনি, মোঃ আতিক হাসান রউফ, মোঃ পলাশ হোসেন প্রমুখ।
জেলা ছাত্র লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তুহিন মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে এবং কেন্দ্রীয় ছাত্র লীগের নির্দেশনায় বোরো মৌসুমে চাষিদের মাঠ থেকে ধান কেটে বাড়িতে তুলে দেওয়ার জন্য তারা এই কার্যক্রম শুরু করেছেন। উপজেলার শৌলগাছি ইউনিয়নে চপচাপা গ্রামের কৃষক আফজাল হোসেনের ৫০ শতক জমির ধান কেটে বাড়ি তুলে দিয়ে আসেন। জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফসিন হোসেন তন্ময় বলেন, ‘কৃষক তাদের ডাকলেই তারা গিয়ে ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিয়ে আসবেন।

Leave A Reply

Your email address will not be published.

Title