স্বাস্থ্য বিধি এবং সড়ক ও পরিবহন আইন অমান্য করায়  ৮ জনকে জরিমানা

কাপাসিয়া ( গাজীপুর) প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে লক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখা , অহেতুক গাড়ি নিয়ে ঘোরাঘুরি ,মাস্ক পরিধান না করা স্বাস্থ্য বিধি এবং সড়ক ও পরিবহন আইন অমান্য করায়  ৮ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত ।
রোববার (৮ আগষ্ট) কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক উর রহমান।
এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক উর রহমান বলেন সরকারের ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় , অহেতুক গাড়ি নিয়ে ঘোরাঘুরি করা এবং মাস্ক পরিধান না করায় স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল)আইন ২০১৮ অনুযায়ী ৭ জনকে এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১ জন সহ মোট ৮ জনকে ৫৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন  সেনাবাহিনীর ইষ্ট বেঙ্গল চৌকস সদস্যবৃন্দ ।

Leave A Reply

Your email address will not be published.

Title