তৈয়বুর রহমান, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মাকে গালিগালাজ করার প্রতিবাদ করায় কলেজ ছাত্র আরিফুল ইসলাম শেখকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় আরো দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে করার সংবাদ পাওয়া গেছে। আর এ অভিযোগ উঠেছে সৎ ভাই লুৎফুর রহমান শেখ ও তার মামা ইব্রাহীম, মামাত্ব ভাই সজিব সৎ মা দুদ মেহের ও নজরুল শেখের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে৬ টার দিকে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের সাইলদিয়া গ্রামে ইব্্রাহীম শেখের বাড়ি সংলগ্ন রাস্তায়। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে।
নিহত আরিফ (২২) শরফুদ্দিন শেখের ছেলে। সে গাজীপুর মিস্ট ইলেক্ট্রিকেল বিষয়ের ৩য় বর্ষের ছাত্র ছিল।
এ ঘটনার সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাাসিয়া সার্কেল) ফারজানা ইয়াসমিন, থানার অফিসার ইনর্চাজ একে এম মিজানুর হক ওসি তদন্ত শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আরিফের মাকে লুৎফরের মা অখথ্যভাষায় গালিগালাজ করলে শুক্রবার রাতে তিন ভাই বুলবুল, বাবুল ও আরিফ লুৎফরসহ তার মাকে গালিগালাজ করার কারণ জানতে চায়। পরে তাদের উভয়ের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে ওই রাতেই ইভয়ের পরিবারের লোকজন মিলে বিষয়টি মিমাংশা করে দেন। এ দিকে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কলেজ পড়–য়া আরিফ ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে মটরসাইকেল নিয়ে গাজীপুর যাওয়ার পথে লুৎফুরের মামার বাড়ি সংলগ্ন রাস্তায় পৌছলে পূর্বে থেকে ওৎপেতে থাকা সৎ ভাই লুফুর ও তার মামা, মামাত্ব ভাই নজরুল ও প্রতিবেশী লেহাজ উদ্দিনের ছেলে নজরুল ও ওয়াজ উদ্দিনের স্ত্রী দুদ মেহের মিলে তার হুন্ডার গতি রোধ করে ছুড়ি দিয়ে এলোপাতাড়ি ফার দিয়ে শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত করে। পরে তার চিৎকার শুনে আরিেেফর বড় ভাই বুলবুল ও বাবুল এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। তাদের চিৎকার শুনে আশে-পাশের লোকজন এসে তাদেরকে রক্তাক্ত জখম ও মুমুষৃ অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢামেকে রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে তাদের অবস্থার অবনতি হলে দ্রæত উত্তরা সিনসিন জাপান হাসপালে নিয়ে যায়। পরে ওই হাসপাতালের চিকিৎসক আরিফকে মৃত ঘোষনা করেন। অপর দুই ভাই ওই হাসপাতালে চিকিৎধীন রয়েছেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ একেএম মিজানুল হক জানান, হাসপাতাল থেকে নিহতের লাশ এনে প্রাথমিক সুরত হাল রির্পোট তৈরীর পর লাশ গাজীপুর শহীদর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।