বড়াইগ্রামে খতিব, ঈমাম ও মোয়াজ্জেমদের ভাতা প্রদান

নাটোর প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে ঈদ-উল-ফিতর উপলক্ষে খতিব, ঈমাম ও মোয়াজ্জেম মোট ১০০ জনকে সম্মানী ও উৎসবভাতা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে প্রত্যেকের হাতে নগদ অর্থ হিসেবে সর্বমোট এক লক্ষ পাঁচশত টাকা তুলে দেন। পৌর সচিব আব্দুল হাই এর সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর ঈমাম কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগণ।

Leave A Reply

Your email address will not be published.

Title