নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ সোনারগাঁয়ে ৯২ জন গ্রাম পুলিশের হাতে সাইকেল তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ।
বৃহস্পতিবার ( ৬মে ) সকালে গ্রাম পুলিশের সদস্যদের হাতে সাইকেল তুলে দেন তিনি।
মাঝে সাইকেল, প্রতিবন্ধী, হিজড়া ও পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবরা ।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, সম্মলিত ও ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে আধুনিক সোনারগাঁ গড়ে তোলা সম্ভব হবে। যার যার অবস্থান থেকে তার নিজ দায়িত্ব থেকে নিজের কাজটুকু করে যেতে হবে। আধুনিক সোনারগাঁ গড়তে সমাজের অনিয়মগুলো প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেয়ার জন্য গ্রাম পুলিশকে কাজে লাগাতে হবে।