১৭তম স্প্যান বসানোর ১৫দিনের মাথায় পদ্মা সেতুতে বসানো হলো ১৮তম স্প্যান “৩-ই”। বুধবার বেলা ১টায় সেতুর মাওয়া প্রান্তে ১৭ ও ১৮ পিয়ারে ১৫০মিটার দৈঘ্যের ১৮তম স্প্যানটি বসানো সম্পূর্ণ হয়। এতে দৃশ্যমান হলো সেতুর ২৭শ মিটার । এর আগে সকাল সাড়ে ৯ টায় মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যে ও ৩ হাজার ১৪০ টন স্প্যানটিকে বহন করে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন। সকাল ১০টা ২০ মিনিটের মধ্যেই নির্ধারিত পিলারের সামনে গিয়ে পৌঁছায়। এরপর পিয়ারের উপর বসানোর কার্যক্রম শুরু হয়। জানাযায়, পদ্মাসেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৫টির। পদ্মাসেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি স্প্যান। এর মধ্যে ১৭টি স্প্যান স্থায়ীভাবে বসে গেছে। এছাড়া আর একটি অস্থায়ী ভাবে স্প্যান বসানো হয়েছে।