১৫ বছর পর বেসরকারিভাবে চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিল

কুড়িগ্রাম প্রতিনিধি: দীর্ঘ মেয়াদি নবায়নযোগ্য লিজ পদ্ধতিতে পরিচালনার জন্য কুড়িগ্রাম টেক্সটাইল মিলটি বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিল চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) মিলটি হস্তান্তর করে।

এ সময় বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন, জিএম কাজী ফিরোজ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের এমডি বসির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩০ বছর মেয়াদে লিজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করবে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। টেক্সটাইল মিলটি ১৯৮৮ সালে চালুর পর প্রথম দিকে ভালোভাবে পরিচালিত হলেও গত ১৫ বছর ধরে বন্ধ ছিল। এতে ৭০০ থেকে ৮০০ শ্রমিক কাজ করছিলেন।

এদিকে মিলটিতে চারটি পণ্য উৎপাদন করার কথা রয়েছে। আর এতে কর্মসংস্থান হবে কুড়িগ্রামের প্রায় ২ হাজার মানুষের। মিলটি চালু হওয়ার খবরে শ্রমিকদের মাঝে বইছে আনন্দের বন্যা।

কুড়িগ্রাম টেক্সটাইল মিলের শ্রমিক আব্দুল বাতেন, বজলুর রশিদ, নাঈমুল ইসলামসহ অনেকই বলেন, ১৫ বছর পর মিলটি চালু হওয়ার খবরে আমরা খুবই আনন্দিত। বন্ধ মিলটি পুনরায় চালু হলে সহস্রাধিক শ্রমিক মানবেতর জীবন থেকে মুক্তি পাবে। আমরা আশা করছি মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের মিলটিতে কাজ দেওয়া হবে।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের এমডি বসির আহমেদ বলেন, উত্তরবঙ্গের মতো ভালো মানুষ বাংলাদেশের আরও কোথাও আছে কি না আমার জানা নেই। এটা আমার পছন্দের জায়গা। এখানকার মানুষকে আমি খুব পছন্দ করি। এখানকার মানুষের সাথে মিশে আমার যৌবন বয়সটা কাটিয়েছি। এই টেক্সটাইল মিলে শিল্পপ্রতিষ্ঠান করে খুব একটা লাভজনক ব্যবসা হবে বলে আমরা মনে করি না। তবে এ অঞ্চলের মানুষের ওপর ভালোবাসা থেকে এখানে আমরা কাজ করতে চাচ্ছি।

তিনি আরও বলেন, আমার অন্ধ বিশ্বাস আছে আমি সবার সহযোগিতা পাব। আমি এখানে এমন কিছু শিল্প করতে চাই যাতে স্থানীয় লোকের বিশাল একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়। আমরা সারা বাংলাদেশে যা করছি সবই মানবকল্যানে করছি। এখানেও আমরা তাই করবো ইনশাআল্লাহ।

বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন জানান, কুড়িগ্রাম টেক্সটাইল মিল আমাদের মালিকানায় থাকবে। আমরা শুধু বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডকে এটি লিজ দিলাম। এ এলাকায় তারা অনেকদিন থেকে কাজ করছে। কাজের অভিজ্ঞতার আলোকে আমরা তাদেরকে লিজ দিয়েছি। আশা করছি তারা কুড়িগ্রাম টেক্সটাইল মিলকে দ্রুত উৎপাদনমুখী করবে। মিলটি অনেক বছর ধরে পরে রয়েছে। আমরা চাই এটি উৎপাদনশীল হোক এবং এলাকায় মানুষের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখুক।

Leave A Reply

Your email address will not be published.

Title