সৌদি, ভারত, পাকিস্তানের সঙ্গে নৌ জোটের পরিকল্পনা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবসহ আরও তিনটি উপসাগরীয় রাষ্ট্রের সঙ্গে একটি নৌ জোট গঠনের পরিকল্পনা করছে ইরান। এই জোটে ভারত ও পাকিস্তানও অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার। ৩ জুন, শনিবার ইরানের গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। খবর রয়টার্স।

ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ‘এ অঞ্চলের দেশগুলো আজ বুঝতে পেরেছে যে, কেবলমাত্র একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমেই এই অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব।’

এই জোট কেমন হবে সে বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি তিনি। তবে তিনি উল্লেখ করেছেন, শিগগিরই উপসাগরীয় এই নৌ জোট গঠন করা হবে।

ইরানি জানিয়েছেন, এই জোটে যে রাষ্ট্রগুলো অংশ নেবে তাদের মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার, ইরাক, পাকিস্তান এবং ভারত রয়েছে।

গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয়েছিল সৌদি আরব ও ইরান। আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ ৭ বছরের বৈরিতার অবসান ঘটিয়েছে।

ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের উন্নয়ন ইসরায়েলকে হতাশ করেছে। দেশটি দীর্ঘদিন ধরেই কূটনৈতিকভাবে ইরানকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত গত বছর ইরানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক পুনরায় শুরু করে। দেশটি ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি করেছে। এ ধরনের চুক্তি স্বাক্ষর করা প্রথম উপসাগরীয় আরব দেশ ইউএই। পরবর্তীতে মরক্কো এবং সুদানও আমিরাতের পথ অনুসরণ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।

Leave A Reply

Your email address will not be published.

Title