সুনামগঞ্জের টাংগুয়ার হাওরের জীব বৈচিত্র : বর্তমান ব্যবস্থাপনা ও ভবিষ্যত করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জের টাংগুয়ার হাওরের জীব বৈচিত্র : বর্তমান ব্যবস্থাপনা ও ভবিষ্যত করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা হাউসের উদ্যোগে শহরের লতিফা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ হাওর বাচাও আন্দোলনের আহবায়ক ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি। অনুষ্ঠানটি পরিচালনা করে হাউসের নির্বাহী
পরিচালক সালেহীন চৌধুরী শুভ। প্রধান অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফৌজি আরা শাম্মী, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছের আলম সুবল, সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতি নাসের আহমদ প্রমুখ। এ সময় টাংগুয়ার হাওর পাড়ের জনপ্রতিনিধি, বেসরকারী
উন্নয়ন কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় টাংগুয়ার হাওরের বর্তমান ব্যবস্থাপনার কারণে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মর্ক বিপর্যয় ঘটছে এবং এ অবস্থা থেকে টাংগুয়ারকে রক্ষা করতে সরকার বিকল্প পদক্ষেপ নেয়ার দাবী জানান।

মাহতাব উদ্দিন তালুকদার
সুনামগঞ্জ প্রতিনিধি

Leave A Reply

Your email address will not be published.

Title