বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে সিরাজগঞ্জে ধর্মঘট পালিত হচ্ছে। বুধবার সকাল থেকে জেলা শহরসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বাস-সিএনজি শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সকাল থেকে সিরাজগঞ্জ পৌর বাস টার্মিনাল ও বাস কাউটার থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এত ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বাস ও সিএনজি শ্রমিক নেতারা জানিয়েছেন, রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কারণ দেখিয়ে বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। সিরাজগঞ্জে ও রাজশাহীগামী বাস চলাচল বন্ধ ছিল কিন্তু সিএনজি চলাচল করে। এনিয়ে বাস ও সিএনজি শ্রমিকেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর জের ধরে বাস চলাচল বন্ধ কর দেয় বাস মালিক সমিতি।
সিরাজগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নর সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম এ্যাটম বলেন, ‘সিএনজি শ্রমিকরা ইচ্ছাকৃতভাবে বাস শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। এই হামলার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট চলবে।
শামীম শাহরীয়ার (রাফি)
সিরাজগঞ্জ প্রতিনিধি