সিদ্ধিরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে র‌্যাব-১১’র সচেতনতামূলক মহড়া

0

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক মহড়া চালিয়েছে র‌্যাব-১১’র সদস্যরা। শুক্রবার (২০ মার্চ) বিকালে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন, পিপিএম (বার) এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ মহড়া দেওয়া হয় ।

এসময় মাইকিং করে শিমরাইল মোড়ের মহাসড়কের দুই পাশের মার্কেট এবং তার সামনের ফুটপাতে খাবার ও ঔষধের দোকান ব্যতীত সকল দোকান এবং বিভিন্ন ভাসমান দোকানগুলোকে অনির্দিষ্টকালের জন্য বসতে নিষেধ করা হয়েছে। এছাড়া দেশের বর্তমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে জনবহুল স্থানগুলোতে আসতে বারন করেন তারা।


এসময় তারা জনসাধারণের প্রতি আহ্বান করেন যে, আপনি নিজে বাচুঁন, আপনার পরিবারকে বাচাঁন, আপনার দেশকে বাচাঁন, লোক সমাগম থেকে দুরে থাকুন, তাই অযথা বাহিরে ঘোরাঘুরি করবেন না।
এসময় র‌্যাব-১১’র বিপুল সংখ্যক সদস্য পায়ে হেটে এবং মোটর সাইকেলের মাধ্যমে মাইকিং করে মহড়া প্রদর্শন করে সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.

Title