সালথায় নারী ও শিশু নির্যাতন এবং মাদক বি‌রোধী বিট পু‌লি‌শিং কার্যক্রম অনু‌ষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় নারী ও শিশু নির্যাতন এবং মাদক বি‌রোধী বিট পু‌লি‌শিং কার্যক্রম অনু‌ষ্ঠিত  হয়েছে। মাদক, জঙ্গী ও নারী নির্যাতন সংক্রান্ত তথ্য দিন ও প্রতিরোধ গড়ে তুলুন এই বিষয়টিকে সামনে রেখে সালথা থানা পু‌লি‌শের আ‌য়োজ‌নে শনিবার (৩০শে জানুয়ারি) দুপুর ১২ টায় উপ‌জেলার ভাওয়াল ইউনিয়নের বিট পু‌লি‌শিং সালথা সদর বাজারে অব‌স্থিত হারেজ সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়।
সালথা থানা পুলিশ কর্তৃক ৪ নং ভাওয়াল ইউনিয়ন পরিষদ বিট নং-০৪ এর বিট পুলিশিং সংক্রান্তে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, নারী নির্যাতনকারীকে পুলিশে ধরিয়ে দিন, নারী নির্যাতন করে যারা, মানবতার শত্রু তারা, নারী নির্যাতনকারী-কে সামাজিকভাবে বয়কট করুন, নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন, বাল্যবিবাহ কে না বলুন, ইভটিজিং প্রতিহত করুন, নারী নির্যাতনকারী সমাজের শত্রু, আপনার কন্যা শিশুকে শিক্ষিত করে গড়ে তুলুন, যৌন হয়রানি কে না বলুন, নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতন হউন সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদারের সভাপত্বিতে এ সময় উপস্থিত ছি‌লেন, সালথা উপ‌জেলা প‌রিষ‌দের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদউজ্জামান ওহিদ, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সালথা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, ভাওয়াল ইউনিয়ন পরিষদের বিট অফিসার এস আই মোঃ শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন মিয়া প্রমূখ। এছাড়াও সালথা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সালথা থানার ও‌সি তদন্ত সুব্রত গোলদার ব‌লেন, আপনাদের যে কোনো সমস্যার জন্য সবসময় আপনাদের পাশে থাকতে চাই। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা সে আলোকেই কাজ করে যাচ্ছি। আমরা মানবিক পুলিশ হতে চাই। আপনাদের এলাকায় নারী ও শিশু নির্যাতনসহ যে কোনো অপরাধ সংঘটিত হলে আমাদেরকে অবগত করে সহযোগিতা করবেন। সালথা থানা পুলিশ অপরাধ নিয়ন্ত্র‌নে নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে।

Leave A Reply

Your email address will not be published.

Title